সেবার নাম
১. সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানর নিরাপত্তার
জন্য আনসার মোতায়েন।
২. চাকুরীর জন্য মেসেজপ্রাপ্ত আনসারদের
অঙ্গীভূতকরণ।
৩. প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য/সদস্যাদের প্রত্যয়নপত্র
প্রদান।
৪. সাধারণ আনসার প্রশিক্ষণ।
৫. ভিডিপি অস্ত্রসহ ও অস্ত্রবিহীন মৌলিক
প্রশিক্ষণ।
৬. কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণঃ
কম্পিউটার।
ড্রাইভিং
ইলেক্ট্রিশিয়ান।
ফ্রিজ ও এসি মেরামত।
সেলাই ও ফ্যাশন ডিজাইন।
মোবাইল ফোন মেরামত।
গার্মেন্টস।
সোয়েটার নিটিং
কনষ্ট্রাকশন পেইন্টিং।
টাইল্স সেটিং।
প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং
মেশনারী এন্ড রড বাইন্ডিং।
অটোমেকানিক্স ।
ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং।
ওভেন মেশিন অপারেটিং।
ওয়েল্ডিং ৪জি।
প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আনসার মোতায়েন পূর্ব শর্ত
১. সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান হতে হবে
(ব্যক্তিগত নিরাপত্তার জন্য নয়)।
২. আইনগতভাবে বৈধ ব্যবসায়িক কার্যক্রম।
৩. প্রতিষ্ঠানের স্থাপনা/জমির মালিকানা নিয়ে কোন
মামলা থাকবেনা।
৪. আনসারদের আবাসন ব্যবস্থা অর্থ্যাৎ ব্যারাক
রান্নাঘর, পানি, টয়লেট, ফ্যান, চারপায়া ও
অস্ত্রাগার ইত্যাদি থাকতে হবে।
মোতায়েন প্রক্রিয়া
১. প্রত্যাশী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা কমান্ড্যান্ট-এর কার্যালয়ে আবেদনপত্র প্রেরণ।
২. নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র অর্থ্যাৎ জমি-স্থাপনার দলিলপত্র, বৈধ ব্যবস্যা সংক্রান্ত কাগজপত্র, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ জেলা কার্যালয়ে জমা দিতে হবে।
৩. সদর দপ্তর থেকে অনুমোদন প্রাপ্তির পর আনসারদের ০৩ মাসের বেতন ভাতাদির সম-পরিমান টাকার ড্রাফট/চেক অগ্রিম হিসেবে জেলা কমান্ড্যান্ট বরাবর জমা দিতে হবে।
৪. আনসার মোতায়েন।
প্রসেসিং ফি ঃ নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস